আওয়ামী লীগের সমাবেশ শুরু

প্রকাশিত: ৯:৪৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ৫, ২০১৬

আওয়ামী লীগের সমাবেশ শুরু

এসবিএন ডেস্ক: ৫ জানুয়ারি ‘গণতন্ত্র রক্ষা দিবস’ উপলক্ষে রাজধানীতে আওয়ামী লীগের দুটি সমাবেশস্থলের মধ্যে বঙ্গবন্ধু এভিনিউয়ে সমাবেশ শুরু হয়েছে। নেতা-কর্মীদের আগমনে এলাকা পূর্ণ হয়ে গেছে। এই সমাবেশে সভাপতিত্ব করছেন দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
এদিকে, জনসভায় কারণে জিরোপয়েন্ট হয়ে মতিঝিল রুটে পুলিশ যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। দুপুর দেড়টার পর থেকেই আওয়ামী লীগের নেতা-কর্মীরা বর্ণিল সাজে সজ্জিত হয়ে মিছিল শ্লোগানে নেচে গেয়ে সমাবেশস্থলে আসতে থাকেন।

দশম জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষ পূর্তিতে আওয়ামী লীগ এবছরও রাজধানীর দুটি স্পটে সমাবেশ করছে। একটি হচ্ছে বঙ্গবন্ধু এভিনিউয়ে। অপরটি হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরে রাসেল স্কয়ারে। কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাকর্মী এবং তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং দলীয় সংসদ সদস্যরা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আদলে বিভক্ত হয়ে দুটি সমাবেশে সমবেত হচ্ছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

December 2023
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31