ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদিকা স্বপ্না আক্তারকে (৩৮) দলীয় কর্মসূচি থেকে ফেরার পথে কুপিয়ে হত্যা করা হয়েছে । কারা করেছে তা জানাতে পারেনি পুলিশ ।
২২ নভেম্বর বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, উপজেলার সাতমোড়ায় দলীয় কার্যক্রম শেষে সিএনজি অটোরিকশা করে উপজেলার চরপাড়া গ্রামে যাচ্ছিলেন আওয়ামী লীগের ওই স্বপ্না আক্তার। রাস্তায় দুর্বৃত্তরা কুপিয়ে মেরে মরদেহ ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তার মরদেহ শনাক্ত করেন।
পরে খবর পেয়ে নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল ঘটনাস্থলে যান। ওই নেত্রীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা প্রাথমিকভাবে পুলিশ জানাতে পারেননি।
এছাড়া নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম সিকদার ঘটনার সত্যতা স্বীকার করেছেন তবে কীভাবে কি ঘটেছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেন নি ।
সংবাদটি শেয়ার করুন