আকাশ থেকে আবার মাটিতে নামলেন মেনন

প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৮

আকাশ থেকে আবার মাটিতে নামলেন মেনন

আকাশ থেকে আবার মাটিতে নামলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ।
চার বছর দায়িত্ব পালনের পর মন্ত্রিসভার রদবদলে বিমান ও পর্যটন মন্ত্রণালয় হারিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে তিনি নিজেই আজ সাংবাদিকদের বলেছেন, আকাশ থেকে মাটিতে নেমেছেন ।

বুধবার দুপুরে রদবদলের ঘোষণা আসার পর বিকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাজোট সরকারের এই শরিক নেতা তার প্রতিক্রিয়া জানান ।

মেনন খানিকটা হেসেই বলেন, “আমার জন্য সুখকর এই কারণে বলতে পারেন- আমি আকাশ থেকে একটু মাটিতে নামলাম ।”  সামাজিক কল্যাণের প্রশ্নে  তিনি বলেন তার রাজনীতি একেবারে সাধারণ মানুষের কাছে।

২০১৪ সালের জানুয়ারিতে আওয়ামী লীগ টানা দ্বিতীয়বার সরকার গঠন করলে মেননকে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগেও মহাজোটের শরিক জি এম কাদেরকে এই মন্ত্রণালয় দিয়ে আবার সরিয়ে ফেলা হয়েছিল । পরে দায়িত্ব পেয়েছিলেন আওয়ামীলীগের ফারুক খান । এবারেও ওয়ার্কার্স পার্টির মেননকে সরিয়ে সেই জায়গায় তিনি এনেছেন নতুন মন্ত্রী আওয়ামীলীগের এ কে এম শাহজাহান কামালকে।

দপ্তর বদলের পর বিকালে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মেনন। মেননের ভাষায়, প্রধানমন্ত্রী অনেক ‘হিসেব করেই’ মন্ত্রিসভায় রদবদল এনেছেন।প্রধানমন্ত্রী মন্ত্রিসভার যে সম্প্রসারণ করলেন ও পরিবর্তন সাধন করলেন, আমার মনে হয় স্বাভাবিকভাবে প্রশাসনে গতিশীলতা আনার জন্য করলেন। এটিই হচ্ছে শেষ বছর আমাদের সরকারের। সুতরাং তিনি চেয়েছেন শেষ বছরের কাজের সমন্বয় আরও ভালোভাবে যেন হয়।
এই রদবদলে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে পরিবেশ ও বন মন্ত্রণালয় থেকে পানিসম্পদে এবং জাতীয় পার্টির (এরশাদের) প্রেসিডয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদকে পানি সম্পদ মন্ত্রণালয় থেকে পরিবেশের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে তারানা হালিমকে সরিয়ে তাকে হাসানুল হক ইনুর মন্ত্রণালয় তথ্যের প্রতিমন্ত্রী করা হয়েছে।

মেনন বলেন, আমি সবচেয়ে কম বাজেটের একটি মন্ত্রণালয়ে (বিমান) ছিলাম। এখন আমি অনেক বড় বাজেটের একটি মন্ত্রণালয়ে যাচ্ছি। এখানে প্রান্তিক মানুষের জন্য কাজ করার অনেক জায়গা আছে।

তার সময়ে সিভিল এভিয়েশনে কী কী অগ্রগতি হয়েছে, তার একটি বিবরণও সাংবাদিকদের সামনে তুলে ধরেন মেনন।

তিনি দাবি করেন ,তার দায়িত্ব নেওয়ার পর বিমান পরপর তিনবার লাভ করেছে। অভ্যন্তরীণ রুটে যাত্রীদের যাতায়াত বেড়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

September 2023
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930