২রা অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৭
খাদ্য অধিকার বাংলাদেশ, ইউরোপীয়ন ইউনিয়ন ও ওয়ার্ল্ড ভিশন-এর সম্মিলিত উদ্যোগে আগামী ১৩ ডিসেম্বর ২০১৭, বুধবার, সকাল ৯:৩০মি. থেকে বিকাল ৪.৩০ মি. পর্যন্ত সিরডাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে ‘সামাজিক নিরাপত্তা কর্মসূচি বার্ষিক সম্মেলন’-এর আয়োজন করা হয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়ন ও নীতি সংক্রান্ত বিষয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়রের উন্নয়ন অধ্যয়ণ বিভাগের শিক্ষক ডঃ আসিফ শাহান সম্পাদিত গবেষণা থেকে প্রাপ্ত তথ্য -বিশ্লেষণ ও সুপারিশ উপস্থাপনের মধ্য দিয়ে শুরু হওয়া দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধনী অধিবেশন ও সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেব উপস্থিত থাকবেন যথাক্রমে খাদ্য মন্ত্রী, এ্যাডভোকেট মো: কামরুল ইসলাম এমপি,বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী, জনাব রাশেদ খান মেনন এমপি। সম্মেলনের উদ্বোধনী অধিবশেনে সভাপতিত্ব করবেন ‘খাদ্য অধিকার বাংলাদেশ’ ও‘পিকেএসএফ’-এর চেয়ারম্যান বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ। সম্মেলনের দিনব্যাপি আলোচনার সার-সংক্ষেপ উপস্থাপন ও সঞ্চালনা করবেন খাদ্য অধিকার বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক ও ওয়েভ ফাউন্ডেশন-এর নির্বাহী পরিচালক মহসিন আলী। স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক নাগরিক সমাজের সংগঠন এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সম্মিলিত জোট ‘খাদ্য অধিকার বাংলাদেশ’ নেটওয়ার্ক যাত্রা শুরুর পর থেকে খাদ্য অধিকার, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, নিরাপদ খাদ্য, কৃষি, ভূমি, পানি
ইত্যাদিসহ সংশ্লিষ্ট বিভিনড়ব বিষয়কে কেন্দ্র করে দেশব্যাপী ক্যাম্পেইন এবং নীতি-নির্ধারণী পর্যায়ে পলিসি এডভোকেসিসহ বহুমুখী কার্যμম পরিচালনা করে আসছে।খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং সবার জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম রাজনৈতিক অঙ্গীকার। ইতিমধ্যে খাদ্য নিরাপত্তা ও দারিদ্র্য বিমোচনে সরকারের নেতৃত্বে বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। সংশ্লিষ্ট ক্ষেত্রসমূহে অগ্রগতি অর্জনের
পাশাপাশি নানাবিধ চ্যালেঞ্জও আছে। কাজের অভিজ্ঞতার আলোকে আমরা মনে করি, এসব সমস্যা চিহ্নিতকরণ এবং উত্তরণে প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা, কার্যকরী বাস্তবায়ন কৌশল এবং যথাযথ সমন্বয়।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com