৭ই ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৫
এসবিএন ডেস্ক:
ভারতের বলিউডের দাবাং হিরো সালমান খানের ২৭ ডিসেম্বর পঞ্চাশতম জন্মদিন। আর মাত্র একদিন। আর সেই দিনেই হয়তো বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিবেন।আর এ জল্পনা-কল্পনা এখন বলিউডের সর্বত্র।
কদিন আগেই তিনি বলেছিলেন, ”শীঘ্রই কিছু একটা ঘটতে চলেছে আমার জীবনে।”
সালমান খানের সঙ্গে তাঁর রোমানিয়ান গার্লফ্রেন্ড লুলিয়া ভান্তুরের সম্পর্ক নিয়ে গুঞ্জন অনেক দিন ধরেই চলছিল বলিউডে।
তা হলে কি সত্যিই এ বার লুলিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন সালমান? বলিউডের একটি সূত্রের দাবি অনুযায়ী, হয়তো নিজের পঞ্চাশতম জন্মদিনেই পরিবার এবং তাঁর ঘনিষ্ঠ মহলের সঙ্গে লুলিয়াকে আনুষ্ঠানিকভাবে নিজের জীবনের ‘বিশেষ নারী’ হিসেবে পরিচয় করিয়ে দিতে পারেন সালমান।
অপর একটি সূত্র জানিয়েছে, ২০০২-এর হিট অ্যান্ড রান মামলায় ‘বেকসুর খালাস’ না হওয়া পর্যন্ত বিয়ে করতে চাইছেন না সল্লু ভাই।
তবে ঘোষণাটা জন্মদিনেই দিয়ে দিতে পারেন। যদিও এ ব্যাপারে সালমান একেবারেই চুপ, ধারণা করা হচ্ছে সারপ্রাইজ দিতেই এ নিয়ে কোন কথা এখন বলতে চাইছেন না হিরো। বিষয়টা পরিস্কার হতে আর একটা দিন অপেক্ষা করতেই হবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com