২৯শে নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৫
এসবিএন ডেস্ক:
আগামী ২৪ ফেব্রুয়ারি ঢাকায় শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেট।এবার আর ৫০ ওভারে নয়,অনুষ্ঠিত হবে টি-টুয়েন্টি ফরম্যাটে। । মঙ্গলবার মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন সাংবাদিকদের কাছে টুর্নামেন্টের চূড়ান্ত সূচি তুলে ধরেন।
৫ দলের অংশগ্রহণে এশিয়া কাপ শেষ হবে ৬ মার্চ। এর আগে ১৯ ফেব্রুয়ারি ঢাকাতেই ৪ সহযোগী দেশ নিয়ে অনুষ্ঠিত হবে বাছাই পর্ব। বাছাই পর্বে আগের বছর এশিয়া কাপ চূড়ান্ত পর্বে খেলা আফগানিস্তানের মোকাবিলা করবে হংকং, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। বাছাই পর্বে চ্যাম্পিয়ন দলটি চার টেস্ট খেলুড়ে দেশ বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে চূড়ান্ত পর্বে খেলবে।
বোর্ডের প্রধান নির্বাহী জানিয়েছেন, এবারের এশিয়া কাপও দুই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম ও ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। এ নিয়ে ষষ্ঠবারের মতো এশিয়া কাপ বাংলাদেশ আয়োজন করছে। এর আগে, ২০১৪, ২০১২, ২০০৮, ২০০০ ও ১৯৮৮ সালে এশিয়া কাপের আয়োজন করেছিল বাংলাদেশ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com