এসবিএন: বুধবার ২রা মার্চ বিকাল ৫টায় সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে দিরাই উপজেলা যুবলীগের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের আহ্বায়ক রঞ্জন রায়ের সভাপতিত্বে ও রফিনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহবুবুল আলম সোহেলের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও সিলেট জেলা জজ কোর্টের এডিশনাল পিপি এডভোকেট শামসুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রফিনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আল মামুন, সিলেট মহানগর যুবলীগের সাবেক প্রচার সম্পাদক হুমায়ূন রশিদ লাভলু, যুবলীগের সাবেক ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান জিতু, দিরাই-শাল্লা উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক হরিপদ দাস, স্বেচ্ছাসেবকলীগ নেতা দ্বীপন চৌধুরী, সিলেট জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন এনামুল হক লিলু, যুবলীগ নেতা মকসুদ চৌধুরী, মোহন চৌধুরী, দিরাই পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, সরমঙ্গল ইউনিয়ন যুবলীগের সভাপতি দুলাল আহমদ, টিটু চৌধুরী, পারুল চৌধুরী, সঞ্জিত তালুকদার, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু ছালিম, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা সজীব কান্তি দাস, সুকান্ত হাজরা, ইমন চৌধুরী, সিলেট জেলা ছাত্রলীগ নেতা কাঞ্চন রায়, মোহন তালুকদার মুন্না, রাকু চৌধুরী, মেহেদী হাসান বিজয়, সঞ্জয় তালুকদার, সুরঞ্জিত তালুকদার প্রমূখ।
উক্ত সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে যুবলীগের আহ্বায়ক রঞ্জন রায় বলেন, দিরাই-শাল্লার উন্নয়নের রূপকার সুরঞ্জিত সেন গুপ্তের নির্দেশে ৯মার্চ দিরাই উপজেলা যুবলীগের সম্মেলন সফল করার জন্য সকলের প্রতি উদাত্ম আহ্বান জানান।
তিনি আরো বলেন, উক্ত সম্মেলনের মাধ্যমে যোগ্য ও ত্যাগী নেতৃত্ব বেরিয়ে আসবে এবং এই সম্মেলন হবে ঐতিহাসিক একটি সম্মেলন।
সংবাদটি শেয়ার করুন