আগারগাঁও থেকে গাজীপুরঃ সিসি ক্যামেরায় নজর রাখছেন ইসি

প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, মে ২৫, ২০২৩

আগারগাঁও থেকে গাজীপুরঃ সিসি ক্যামেরায় নজর রাখছেন ইসি
সদরুল আইনঃ
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে গাজীপুর সিটি নির্বাচনে সব কেন্দ্রের ভোট পরিস্থিতির ওপর নজর রাখছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৫ মে) ভোটগ্রহণের শুরু থেকে নির্বাচন কমিশনের পঞ্চম তলায় কন্ট্রোলরুম থেকে সিসি ক্যামেরার মাধ্যমে সিটি নির্বাচন মনিটরিং করা হচ্ছে।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা জানিয়েছে, ৪ হাজার ৪৩৫টি সিসি ক্যামেরার মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে।
১৮টি ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে একইসঙ্গে ৪৬৬টি সিসি ক্যামেরায় ৪৬৬টি ভোট কক্ষ পর্যবেক্ষণ করা হচ্ছে।
প্রতি ডিসপ্লে ১০ সেকেন্ড পরপর অটো রোটেড করে এভাবে ৪ হাজার ৪৩৫টি কেন্দ্রের ভোটগ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণ করছে কমিশন।
 সিটি নির্বাচনে অস্থায়ী ভোট কক্ষ রয়েছে ৪৯১টি। প্রতিটি ভোট কক্ষে একটি করে আর কেন্দ্র প্রতি দুটি করে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নির্বাচনে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
রংপুর সিটি করপোরেশন নির্বাচন, কুমিল্লা সিটি করপোরেশন, ঝিনাইদহ পৌরসভা, গাইবান্ধা ৫ উপ-নির্বাচন সিসিটিভির মাধ্যমে মনিটরিং কার্যক্রম পরিচালনার ধারাবাহিকতায় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন সিসি ক্যামেরায় ভোটের পরিস্থিতির ওপর নজর রাখছে ইসি।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

June 2023
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930