২রা অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০১৮
নাজমীন মরতুজা
বনলতা সেন তুমি বদলে গেছো
খসে পড়া তারাদের মত
এক লহমাতেই ভেঙ্গে খান খান করে দিতে পারো
যাবতীয় ঘাত প্রতিঘাত বাকহীনতা।
তবু তুমি হাত বাড়িয়ে ধরতে চাও
সেই প্রেম , যারা ছায়া ছড়িয়ে পড়ে না কোথাও
যে কথা বলতে চাওনি কখনো
অতর্কিতে ছুটে গেছো বাতাসে
ঘাতক ধাতুর ফলা ফুঁড়ে গেছে নির্বিবাদী হৃদয় ।
রক্তাক্ত হয়েছো তুমি
বদলে গিয়ে ভালো করেছো বটে
এবার ঘুমের পোষাক খুলে
ঊর্ধ্ববাহু হেঁটে যাও বাতাসের দিকে
অন্ত: রাজ্যে হাইওয়ের উপর মরিচিকার মত ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com