ঢাকা ১৫ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি


আচরনবিধি লংঘনের দায়ে জরিমানা

abdul
প্রকাশিত ডিসেম্বর ২১, ২০১৫, ০৭:১৫ পূর্বাহ্ণ
আচরনবিধি লংঘনের দায়ে জরিমানা

এসবিএন নিউজ,
কুলাউরা থেকে ফাহিম মোরশেদ:

কুলাউড়া পৌরসভা নির্বাচনে আচরনবিধি লংঘনের দায়ে ৩ মেয়র ও ৮ কাউন্সিলর প্রার্থীসহ মোট ১১ প্রার্থীকে রোববার রাতে ৫৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। অভিযানে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার কাজী ইস্তাফুল হক আখন্দ, জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আলমগীর হোসেন ও উপজেলা নির্বাচন অফিসার মো:জিল্লুর রহমান অংশগ্রহণ করেন। অভিযান পরিচালনাকালে নির্বাচন কমিশনের বিধি লংঘনের দায়ে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শফি আহমদ সলমানকে ২ হাজার টাকা, বিএনপি মনোনীত প্রার্থী কামাল উদ্দিন আহমদকে ৫ হাজার টাকা, স্বতন্ত্র প্রার্থী মো: শফি আলম ইউনুছকে ৫ হাজার টাকা এবং কাউন্সিলর প্রার্থী মো: মুরাদ আহমদকে ৫ হাজার টাকা, হারুনুর রশীদকে ৫ হাজার টাকা, রুমান আহমদকে ৫ হাজার টাকা, মো: আলমাছ পারভেজ তালুকদারকে ৫ হাজার টাকা, আব্দুল মতলিব খোকনকে ৫ হাজার টাকা, শামীম আহমদ চৌধুরীকে ৫ হাজার টাকা, মো: মুস্তাককে ৫ হাজার টাকা, ইকবাল আহমদ শামীমকে ৫ হাজার টাকা ও বেবী বেগম চৌধুরীকে ৫ হাজার টাকাসহ মোট ৫৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ব্যাপারে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার কাজী ইস্তাফুল হক আখন্দ জানান, রোববার থেকে অভিযান শুরু হয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

September 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930