সিলেট বাংলা নিউজ স্পোর্টস ডেস্কঃ অপরাজিত থেকে সেমিফাইনালে আসা নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড।
৩ এপ্রিল শিরোপা নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ কে হবে সেটার ফয়সালা হবে আজ।
দ্বিতীয় সেমিফাইনালে আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত।
বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় শুরু হবে ম্যাচটি। যা সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি, মাছরাঙা, বিটিভি ও স্টার স্পোর্টস।
এই ম্যাচে লড়াইটা শুধু ভারত-ওয়েস্ট ইন্ডিজের নয়। লড়াইটা গেইল-কোহলিরও। ইতিমধ্যে তাদের নিয়ে কথা লড়াই শুরু হয়ে গেছে। তাদের দু’জনের ময়দানি লড়াই দেখতে অপেক্ষা করতে হবে আজ রাত পর্যন্ত।
তার আগে চলুন জেনে নিই কেমন হতে পারে সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের সম্ভাব্য একাদশ :-
ভারতের সম্ভাব্য একাদশ :
১. রোহিত শর্মা
২. শিখর ধাওয়ান
৩. বিরাট কোহলি
৪. সুরেশ রায়না
৫. আজিঙ্কা রাহানে/মানিশ পান্ডে
৬. এমএস ধোনি
৭. হার্দিক পান্ডে
৮. রবীন্দ্র জাদেজা
৯. রবীচন্দ্রন অশ্বিন
১০. জাসপ্রিত বুমরাহ
১১. আশিষ নেহেরা।
ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ:
১. ক্রিস গেইল
২. জনসন চার্লস
৩. লেন্ডাল সিমন্স
৪. মারলন স্যামুয়েলস
৫. দিনেশ রামদিন
৬. ডোয়াইন ব্রাভো
৭. আন্দ্রে রাসেল
৮. ড্যারেন স্যামি
৯. কার্লোস বার্থওয়েট
১০. সুলেমান বেন
১১. স্যামুয়েল বার্দি।
সংবাদটি শেয়ার করুন