১৩ই এপ্রিল ২০২১ ইং | ৩০শে চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২১
হবিগঞ্জ প্রতিনিধিঃহবিগঞ্জের আজমিরীগঞ্জের জলসুখা সাব-রেজিস্ট্রার বাবু রাজীব মজুমদারকে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
জানা যায় যে, বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে উপজেলা সদরের সাবরেজিষ্টার অফিস মিলনায়তনে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লিখক সমিতির সভাপতি আলহাজ্ব তাজদিকুল ইসলামের সভাপতিত্বে ও মোহরার জয়ন্ত কুমার দেব এর সঞ্চালনায় এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। রাজীব মজুমদার আজমিরীগঞ্জ থেকে বদলি হয়ে বসুরহাট নোয়াখালীতে যোগদান করবে।রাজীব মজুমদার বলেন, তোমরা সব সময় ন্যায়ের পক্ষে থাকবে, অন্যায় কে কখনোও প্রশ্রয় দিবে না। তোমাদের কলমের শক্তি সব সময় সত্যকে আকঁড়ে ধরে রাখবে। এছাড়াও তিনি অফিসিয়াল নিয়ম-কানুনের প্রতি জোর দেন, কিভাবে সুন্দর ভাবে কাজ সম্পাদন করতে হয় এ বিষয়ে গঠনমূলক দিক-নির্দেশনা দিয়ে যান। এবং সবার প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এতো সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য। এতে আরও উপস্হিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজিব,দলিল লিখক সমিতির সেক্রেটারি দলিলুর রহমান,অফিস সহকারী আব্দুল হক, মোহরার রীমা রাণী দেব,টি সি মোহরার মিশু, নকল নবীশ ফাতেমা-তুজ-জোহরা ও লুৎফুর রহমান প্রমুখ।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766