আজ ভারত-বাংলাদেশের অনুদান স্বাক্ষর হবে

প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০১৮

আজ ভারত-বাংলাদেশের অনুদান স্বাক্ষর হবে

বাংলাদেশের তিনটি ছোট প্রকল্পে ৬৪ কোটি টাকা অনুদান দিচ্ছে ভারত সরকার। ৯ এপ্রিল, আজ সোমবার এ বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হবে। খবর বাসসের।

প্রাথমিক শিক্ষার তিনটি প্রকল্প, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের উন্নয়ন এবং সড়ক অবকাঠামোগত খাতে এই অনুদান দেওয়া হবে। বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সংশ্লিষ্ট কর্মকর্তা চুক্তিটি সম্পর্কে জানান, বাংলাদেশের তিনটি প্রকল্পে ভারত সরকারের ৬৪ কোটি টাকা অনুদানের চুক্তি আজ স্বাক্ষরিত হবে।

ওই কর্মকর্তা আরও জানান, অাজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ইআরডি সচিব কাজি শফিকুল আজম ও বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সই করবেন ।

তিনি বলেন, ‘এই প্রকল্পে বাংলাদেশের ৫০৯টি প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার ও ল্যাঙ্গুয়েজ ল্যাব স্থাপনে কম্পিউটার, প্রয়োজনীয় সরঞ্জাম এবং আসবাবপত্রের জন্য ২৫ কোটি টাকা ও পার্বত্য চট্টগ্রাম কমিউনিটি কমপ্লেক্স স্থাপন প্রকল্পে ১৩ কোটি ৯২ লাখ টাকা অনুদান দেওয়া হবে। এছাড়াও ভারত সরকারের পক্ষ থেকে রংপুর সিটি করপোরেশনের বিভিন্ন সড়ক সংস্কার ও উন্নয়নে ২৫ কোটি টাকা অনুদান দেওয়া হবে।’

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

September 2023
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930