ঢাকা ৯ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


আজ রাজধানীতে বিএনপির পদযাত্রা, শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ

redtimes.com,bd
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৩, ১১:৩৩ পূর্বাহ্ণ
আজ রাজধানীতে বিএনপির পদযাত্রা, শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ
সদরুল আইন,নিজস্ব প্রতিবেদক:
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন, নির্দলীয় তত্ববধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও বিএনপি ঘোষিত ১০ দফা দাবি আদায়ে রোববার বেলা ২টা থেকে রাজধানীতে পদযাত্রা করবে বিএনপি।
এ জন্য তারা শোডাউনের প্রস্তুতি নিয়েছে।একই দিন রাজধানীতে ‘বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে’ শান্তি সমাবেশের কর্মসূচি করবে আওয়ামী লীগ।
রোববার বিকেল ৩টায় রাজধানীর খিলগাঁও জোরপুকুর মাঠে সমাবেশটির আয়োজন করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
 সমাবেশটি সফল করতে মহানগর দক্ষিণের প্রতিটি ওয়ার্ড থেকে নেতাকর্মী অংশ নেবেন বলে জানা গেছে।
অন্যদিকে, বিএনপি শ্যামলী সিনেমা হলের পেছনে আদাবর রোড সংলগ্ন শ্যামলী মাঠ থেকে পদযাত্রা শুরু হবে। ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে এ পদযাত্রা অনুষ্ঠিত হবে।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহবায়ক আমানউল্লাহ আমান, সঞ্চালনায় থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হক।
 গত ৭ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। তবে তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে সহমর্মিতা জানিয়ে ৯ ফেব্রুয়ারির পূর্বঘোষিত দক্ষিণের পদযাত্রা স্থগিত করে বিএনপি।
জানা গেছে, শ্যামলী ক্লাব মাঠ থেকে শুরু হয়ে রিং রোড-শিয়া মসজিদ-তাজমহল রোড-বিআরটিসি বাসস্ট্যান্ড মোড় হয়ে বছিলা সাতরাস্তা মোড় গিয়ে কর্মসূচি শেষ হবে।
এতে ব্যাপক লোকসমাগম ও শোডাউনের প্রস্তুতি নেয়া হয়েছে। এজন্য কর্মীসভাসহ প্রচার চালানো হয়েছে। মহানগর উত্তর বিএনপির প্রতিটি স্তরের নেতাকর্মীকে পদযাত্রায় অংশ নেয়ার জন্য বলা হয়েছে।
 একই সঙ্গে বিভিন্ন অঙ্গসংগঠনকে কর্মসূচি সফল করতে দায়িত্ব দেয়া হয়েছে। দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের উপস্থিতি বাড়ানোর বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন দলের নেতারা।

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031