১৫ই এপ্রিল ২০২১ ইং | ২রা বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৭
অধ্যাপিকা শামীমা চৌধুরী, সিলেটের সংস্কৃতি অঙ্গনের প্রিয়মুখ শামীমা আপা। সিলেটের সংস্কৃতি কর্মীরা তাঁকে শামীমা আপা বলেই ডাকে। বাচিক শিল্পী, প্রশিক্ষক এবং অধ্যাপিকা হিসেবেও তিনি সমান জনপ্রিয় ঐতিহাসিক মুরারিচাঁদ কলেজে। তিনি সিলেট মুরারিচাঁদ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান হিসেবে কর্মরত।
লেখালেখির পাশাপাশি উপস্থাপনা করেন সুন্দর উচ্চারণ ও বাচন ভঙ্গিতে।
সবাইকে আপন করে নেয়ার অসীম ক্ষমতা সম্পন্ন শামীমা চৌধুরী একজন দক্ষ সংগঠক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন সিলেটের অন্যতম সাংস্কৃতিক সংগঠন কথাকলি কে-ও। আর থিয়েটার মুরারিচাঁদকে আগলে রেখেছেন মাতৃস্নেহে, থিয়েটার মুরারিচাঁদ এর প্রত্যেক সদস্য নবীন-প্রবীন শামীমা আপার এক কথায় অাদেশ-উপদেশ সবই শীরধার্য। নানা গুনে গুনান্বিতা শামীমা চৌধুরীর আজ জন্মদিন। জন্মদিনে রেডটাইমস ডট কম ডট বিডি অনলাইন মিডিয়ার পক্ষ হতে জানাই অান্তরিক শুভকামনা । আমরা তার দীর্ঘায়ু প্রার্থণা করছি ।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766