আজ ৮মার্চ ত্রিপুরায় শপথ নেবে বিজেপি পরিচালিত প্রথম সরকার। বিজেপির ত্রিপুরা রাজ্যের সভাপতি বিপ্লব দেবই হচ্ছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। সোমবার ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা থেকে প্রকাশিত দৈনিক ‘স্যন্দন’ পত্রিকা থেকে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশের চাঁদপুরের সন্তান বিপ্লব কুমার দেবের নেতৃত্বে ভারতের ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনে বামদের বিরুদ্ধে নিরঙ্কুশ জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
পত্রিকাটিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে,ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় বিজেপি পরিচালিত প্রথম সরকার ৮মার্চ শপথ নেবে। ওই শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় সরকারের মন্ত্রী উপস্থিত থাকবেন।
সংবাদটি শেয়ার করুন