আত্মচিৎকার

প্রকাশিত: ৯:৪১ পূর্বাহ্ণ, মে ২৯, ২০২৩

আত্মচিৎকার

 

হাবিবা লাবনী

অতি মনোযোগ যদি পাছে মনোরোগ হয়;
এই সংশয় থেকে পাথর চাপা দিয়ে,
বহুবার চলে যেতে বলেছি।

যতবার তুমি চলে যেতে ততবারই
মানসপটে চিৎকার করে ফিরতে বলেছি।

রুমের দেয়াল,আলমিরা,আসবাব
সে চিৎকারে সামিল হয়ে
নিজ বুকে ফাটলের চির ধরিয়েছে।
তবুও তুমি সেই আত্মচিৎকার শুনতে পাওনি।

তোমার এ চলে যাওয়া আমার কষ্টের ছায়া হয়ে
সারাক্ষন পাশে পাশে ঘুরে বেড়ায়।

তাই আমি সব আলো নিভিয়ে,
যতবারই সুস্থির আবেশ খুজেছি,
ততবারই তোমার কায়া আমাকে
কুড়ে কুড়ে দংশন করেছে ।

 

হাবিবা লাবনী : কবি