ঢাকা ৯ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

Red Times
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২৪, ০৭:০০ অপরাহ্ণ
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

তৈয়বুর রহমান,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে মো. নুর ইসলাম মোল্লা নামের এক ব্যক্তি ও তাঁর গংদের বিরুদ্ধে।

উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা আমান উল্লাহ মোল্লা জানান, জমির সীমানা নিয়ে তাঁর সাথে চাচাতো ভাই নুর ইসলাম মোল্লার বিরোধ রয়েছে। এ নিয়ে এলাকায় বিচার সালিশ হলেও অমান্য করে আমার জমিসহ বাড়ি নির্মাণ শুরু করেন।

তিনি আরো জানান, স্থানীয়ভাবে বিচার না পেয়ে তিনি প্রথম কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ এবং পরে গাজীপুর সিনিয়র সহকারী আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই জমিতে জবরদখল বন্ধসহ শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ১৪৫ ধারার স্থিতি অবস্থা জারি করেন। গত ১৬ সেপ্টেম্বর কালীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. হেদায়েত উল্লাহ উভয় পক্ষকে নোটিশের মাধ্যমে আদালতের আদেশের বিষয়টি অবগত করেন। কিন্তু নুর ইসলাম মোল্লা চার দিন ধরে স্থানীয় কিছু লোকের সহায়তায় আদালতের আদেশ উপেক্ষা করে তাঁর জমিতে বাড়ি নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন।

অভিযোগের বিষয়ে জানতে নুর ইসলাম মোল্লার মুঠোফোনে কল দেওয়া হলে তিনি তা রিসিভ করেননি। পরে আরেক বিবাদি নুর ইসলাম মোল্লার ছেলে মাসুদ মোল্লা বলেন, বিরোধপূর্ণ জমিতে কাজ করছি না। আমাদের জমিতেই আমরা কাজ করছি।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মো. শহিদ উল্লাহ বলেন, বিষয়টি নিয়ে প্রায় এক বছর আগে সামাজিকভাবে বসা হয়েছে। কিন্তু ওই সময় পর্যাপ্ত কাগজপত্র না থাকার কারণে দুই পক্ষকেই সময় দেয়া হয়েছিল। পরে নুর ইসলাম মোল্লা ওমরাহ পালন করতে যাবেন বলে সময় চেয়েছিলেন, তারপর এটা নিয়ে আর বসা হয়নি। বর্তমানে কি অবস্থা আমার জানা নেই।

এ বিষয়ে যোগাযোগ করা হলে কালীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. হেদায়েত উল্লাহ জানান, তিনি উভয় পক্ষকে নোটিশের মাধ্যমে যাঁর যাঁর অবস্থানে থাকার কথা জানিয়েছেন। বর্তমানে সাক্ষী দেওয়ার কাজে কালীগঞ্জ থানার বাইরে থাকায় সেখানে কী হচ্ছে তা তাঁর জানা নেই।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, আদালতের আদেশ অমান্য করে কাজ করা অপরাধ। আমি তো নতুন এসেছি, আদালতের আদেশ অমান্য করে কাজ করার বিষয়টি তাঁর জানা নেই। তবে বিষয়টি জেনে ব্যবস্থা নেবেন বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031