১৪ই আগস্ট ২০২২ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৫
এসবিএন ডেস্ক:
আদালত ‘অবমাননাকর’ বক্তব্য দেওয়ায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
সোমবার অ্যাডভোকেট জুলফিকার আলী জুনু ডাকযোগে এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়, ২৭ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের এক আলোচনা সভায় হাইকোর্টের বিচারপতিকে কটাক্ষ করে বক্তব্য দেন মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, ‘ভুয়া মুক্তিযোদ্ধার পক্ষে হাইকোর্ট রায় দিয়ে বিচারকের চেয়ারকে কলঙ্কিত করেছেন। আমার কাছে হাইকোর্টের এ রায় আসার পর আমি ছুড়ে ফেলে দিয়েছি। আমি থাকতে কোনো রায় নিয়ে মুক্তিযোদ্ধা হওয়া যাবে না।’
নোটিশে আরো বলা হয়, মন্ত্রীর এ বক্তব্য বিচার বিভাগের ওপর হুমকি ও আদালত অবমাননাকর এর সামীল।
তাই আগামী ৭২ ঘণ্টার মধ্যে ওই বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার কথা নোটিশে উল্লেখ করা হয়েছে। অন্যথায় সংবিধানের ১০৮ অনুচ্ছেদ অনুযায়ী আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হবে বলে জানান ওই আইনজীবী।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com