
আদিতমারী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার টাওয়ার পাড়ায় ৫০টি পরিবার পানিবন্দি।
এছাড়াও উপজেলার মাষ্টার পাড়া,টি এন্ড টি পাড়ায় সুলতান সাংবাদিকের বাড়ি সহ আরো পাঁচটি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
গত কয়েকদিনের অনবরত ভারী বৃষ্টি, পানি নিষ্কাশনের জন্য ড্রেনের ব্যবস্হা না থাকয় এ জলাবদ্ধতা। এতে করে ঐ এলাকার স্কুল, কলেজের শিক্ষার্থীরা পড়েছে চরম বিপাকে। ঐ এলাকার জনগন গরু,ছাগলসহ গৃহপালিত পশু পক্ষী নিয়ে চরম বিড়ম্বনার মধ্যে দিনাতিপাত করছে।
এছাড়াও সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। সুশীল সমাজের ৭৫ বৎসর বয়সী মহির উদ্দিন বলেন পানি নিষ্কাশনের ব্যবস্থা করা না হলে পানিবন্দি মানুষদের দেখা দিতে পারে পানিবাহিত নানা রোগ।এছাড়াও মানারাত কিন্ডারগার্টেন স্কুলে পানি বেড়ে যাওয়ায় এমন অবস্থা হয়েছে যাতে করে শিক্ষা ব্যবস্হা পুরোপুরি বন্ধ হওয়ার উপক্রম।
এলাকাবাসী প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছে।
ইউনিয়ন চেয়ারম্যানের মুঠোফোনে কল করে এবং ক্ষুদেবার্তা পাঠিয়েো এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন সাড়া পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জি,আর,সারওয়ার বলেন,আগামীকাল আমি উক্ত এলাকা পরিদর্শন করে দেখি কি ব্যবস্হা নেওয়া যায়।