লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় ভারতে হযরত মোহাম্মদ (সঃ)কে নিয়ে কটুক্তি ও অবমাননাকর বক্তব্য প্রদান করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
আজ( ১০)জুন রোজ শুক্রবার বাদ জুম্মা কয়েকটি মসজিদের মুসল্লী আদিতমারী বুড়িরবাজার কেন্দ্রীয় মসজিদের সামনে একত্রিত হয়ে এই বিক্ষোভ মিছিল করে।
মিছিলে অংশগ্রহনকারীদের হাতে নুপুর শর্মা ও নবীন জিন্দালের ফাঁসি চাই লিখা প্লেকার্ড হাতে ছিল।মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্হানীয় মহিষখোচা মোড়ে শেষ হয়।
উল্লেখ্য ভারতের ক্ষমতাসীন সরকারের দল বি,জে,পির মুখপাত্র নুপুর শর্মা মুসলমানদের আবেগের জায়গা তাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সঃ) ও হযরত আয়েশা (রাঃ)সম্পর্কে কুরুচিপূর্ন বক্তব্য দিয়েছেন।
ইতিমধ্যে মুসলিম বিশ্বসহ মুসলিম প্রধান দেশগুলোতে নবীপ্রেমিক মুসলিমরা এর কড়া প্রতিবাদ করছে।