আদিতমারী, (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা এলাকায় অভিযান চালিয়ে ৩৯ বোতল ফেনসিডিলসহ এক যুবককে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৭)জুন বিকালে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা থেকে মমিনুর রহমান ওরফে মমিন নামে ঐ যুবককে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক আমিরুল ইসলামের নেতৃত্বে উপ-পরিদর্শক (এস,আই)ইব্রাহিম খলিলসহ পুলিশের একটি বিশেষ টিম আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা এলাকায় অভিযান চালিয়ে মমিনুর রহমানকে আটক করে। এসময় তার হাতে থাকা একটি ব্যাগ থেকে ৩৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের ওসি আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় আটক মাদক কারবারির বিরুদ্ধে আদিতমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। উক্ত মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।