মোঃ আজমল হোসেন লালমনিরহাট প্রতিনিধি
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নে অসহায় হতদরিদ্রদের মাঝে প্রধান মন্ত্রীর উপহার ভিজি এফ এর চাউল বিতরন করা হয়েছে।
সোমবার (২৬জুন)সকাল ১০টায় সারপুকুর ইউনিয়ন পরিষদ চত্বরে ১০কেজি করে ৩০১২ জন অসহায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ এর চাউল বিতরন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরন কার্যক্রম উদ্বোধন করেন এ,ইউ,ই,ও অফিসার হরে কৃষ্ণ রায়।
প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৪নং সারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ূন কবির এবং ইউনিয়ন পরিষদের সচিবসহ সকল ইউপি সদস্য।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের ১০ কেজি করে চাল সুন্দরভাবে বিতরণ করা হয়েছে। উপহারের চাল পেয়ে খুশি দরিদ্র মানুষেরা।