২১শে জানুয়ারি ২০২১ ইং | ৭ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, মার্চ ২০, ২০১৬
এসবিএন, দিরাই প্রতিনিধিঃ দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি হাফিজুর রহমান তালুকদার বলেন হাওর অঞ্চলের সকল সমস্যার সমাধান হচ্ছে শিক্ষার উন্নয়ন।
আমাদের শিশুদের মাঝে প্রচুর প্রতিভা রয়েছে, অভাব রয়েছে শুধু সচেতনতার। আজকের মা সমাবেশে মায়েদের উপস্থিতি দেখে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি।
রোববার দুপুর ১২ টায় চরনারচর ইউনিয়নের লৌলোয়ারচর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, আমরা যে শিক্ষা বিপ্লব শুরু করেছি আজকের মায়েদের উপস্থিতি প্রমাণ করে যে আমরা সফল হবো।
কারণ আধুনিক ও উন্নত সমাজ গঠনে শিক্ষার কোন বিকল্প নাই। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জগদীশ সামন্তের সভাপতিত্বে এবং শিক্ষক বদরুল হোসেন ও রোকসানা আক্তারের যৌথ সঞ্চালনায় মা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা সরবিন্দ দাস, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার।
স্বাগত বক্তব্য রাখেন প্রভীন্দ্র কুমার ভুইঁঞা, বক্তব্য রাখেন শিক্ষক জসিম উদ্দিন, শাহীন তালুকদার প্রমুখ।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766