ঢাকা ১৩ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


আন্তর্জাতিক এন্থোলজিতে হাসানআল আব্দুল্লাহ’র কবিতা

redtimes.com,bd
প্রকাশিত মে ২৫, ২০২৩, ০৯:১৩ পূর্বাহ্ণ
আন্তর্জাতিক এন্থোলজিতে হাসানআল আব্দুল্লাহ’র কবিতা

 

গ্রীস থেকে প্রকাশিত আন্তর্জাতিক এন্থোলজিতে কবি হাসানআল আব্দুল্লাহ’র কবিতা

গ্রীস থেকে প্রকাশিত আন্তর্জাতিক কবিতা সংকলন ‘অডিসি’-তে ছাপা হলো কবি ও ‘শব্দগুচ্ছ’ সম্পাদক হাসানআল আব্দুল্লাহ’র তিনটি কবিতা। কবিতাগুলোর অনুবাদ ও সংকলন সম্পাদনা করেছেন সেদেশের কবি মারিয়া মিস্ট্রিয়টি।

 

এই সংকলনে বিশ্বের বিভিন্ন দেশের তেত্রিশজন কবির কবিতা স্থান পেয়েছে। তবে শুরুতেই আছে কবি হাসানআল আব্দুল্লাহ’র কবিতা। তাছাড়া ব্যাক প্রচ্ছদে কবিতা সম্পর্কিত তাঁর একটি মন্তব্যও তুলে দেয়া হয়েছে।

 

সংকলনটি প্রকাশ পেয়েছে মে মাসের ২২ তারিখ থেকে ২৭ তারিখ পর্যন্ত অনুষ্ঠিতব্য তৃতীয় গ্রীক আন্তর্জাতিক কবিতা উৎসব উপলক্ষে। আমন্ত্রণ পেয়েও কর্মক্ষেত্র থেকে ছুটি না পাওয়ায় এই উৎসবে যোগ দিতে না পারায় কবি দুঃখ প্রকাশ করেছেন। ২০১৯ সালে তিনি দ্বিতীয় আন্তর্জাতিক কবিতা উৎসবে যোগ দিতে গ্রীসে গিয়েছিলেন।

 

 

উল্লেখ্য এ পর্যন্ত বিশ্বের এগারোটি ভাষায় অনূদিত কবি হাসানআল আব্দুল্লাহ’র কবিতা স্থান পেয়েছে এক ডজনের উপরে বিশ্ব কবিতার সংকলনে। এ সব সংকলন যুক্তরাষ্ট্র, পোল্যান্ড, চীন, কোরিয়া, গ্রীস, ইটালি, ভারত ও রোমানিয়া থেকে প্রকাশিত হয়েছে।

 

 

২০১৬ সালে তিনি ইয়োরোপিয় কবিতা পুরস্কার হোমার মেডেল ও ২০২১ সালে “বিশ্বকবিতায় বিশেষ অবদানের জন্যে” পোল্যান্ড থেকে পেয়েছেন আন্তর্জাতিক কবিতা পুরস্কার ইয়ানিসুস।

 

 

কবি হাসানআল আব্দুল্লাহ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক কবিতা পত্রিকা ‘শব্দগুচ্ছ’ সম্পাদনার সাথে সাথে অনুবাদের মাধ্যমে বাংলা কবিতাকে বিশ্বের নানা দেশে পৌঁছে দিয়েছেন। বাংলা, ইংরেজি,চায়নিজ ও পোলিশ এই চার ভাষায় প্রকাশিত তাঁর গ্রন্থসংখ্যা ৫৩।

 

 

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031