১১ই আগস্ট ২০২২ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২২
আমিনুল ইসলাম
ভালোবাসা ভরা বুক নিয়ে ফিরে এলেন আপনি
বারুদের গন্ধমাখা উঠোনে
হাসি ও অশ্রুতে এলোমেলো
সে পোড়োভূমিতে ফিরে এলো
বোশেখের বৃষ্টির মতো এক উঠোন স্বস্তি;
আপনার ফিরে আসায় কবি পেলেন
ছন্দ ও উপমার নতুন ভাবনা;
আপনি ফিরে এলেন তাই
পরিচালক পেলেন
নতুন ছবির কাহিনী ও সংলাপ
গীতিকার পেলেন গান রচনার নতুন বাণী;
আপনি ফিরে এলেন— প্রাইমারির
বেতনবিহীন শিক্ষকগণের হাতে উঠলো
রাষ্ট্রীয় স্বীকৃতি ও সচ্ছলতার রুপালি চাবি;
জলপ্রকৌশলীরা হাতে পেলেন
গভীর সাগরে অধিকার প্রতিষ্ঠার আইন;
আপনার আসার পথ চেয়ে বিমানবন্দরে
দাঁড়িয়ে আছিল সদ্যজাত স্বাধীনতা
হাতে নিয়ে খালি ব্যাগ,
চোখে নিয়ে আকুলতা,
তার প্রয়োজন ছিলো-
ব্যাগভর্তি আগ্রাসন-প্রুফ সার্বভৌমত্ব
হাঙর কুমিরের দুনিয়ায়
যেভাবে ডুবুরীর প্রয়োজন হয়
জ্যাকেট ও মাস্ক—
যা একইসঙ্গে ওয়াটারপ্রুফ এবং কামড়প্রতিরোধী
আপনি ফিরে আসায় আমাদের
ততটুকুই লাভ হয়েছে,
যতখানি লাভ হয়
আহ্নিকগতির রথে চড়ে সূর্য এলে
আঁধার সরিয়ে
সকালের সুন্দরবনের ঘুমঘুম বাড়ি;
দানবের কারাগার থেকে যদি আর
ফিরে আসা না হতো আপনার
চূড়ান্ত ফলাফল কী হতো তার
ভয়ংকর নজির রয়েছে, দূরে নয়,
আমাদের এই উপমহাদেশেই,
ঘরোয়া আলাপে আপনি একবার-
বলেছিলেন সেকথা কথার ছলে;
কিন্তু সেকথা আমি বলতে যাই যদি,
হয়তো-বা লোডশেডিংয়ের হাতে
মাঝপথে বন্ধ করে দেওয়া হবে আমার মাইক।
তো সেকথা আর নাইবা বললাম,
আপনি ফিরে এসেছিলেন
আপনি যতদিন আছেন,
আপনি যতদিন থাকবেন
ততদিন বিবর্ণ হবে না
আমাদের স্বাধীনতায় খোদিত সার্বভৌমত্বের জলছাপ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com