তোমার দিকে চেয়ে হেসে দেয় দারুণ সকাল
হটপটে দুপুরের খাবার নিয়ে তুমি ছুটছো ত্বরা!
তোমার পাশ দিয়ে অগ্রহায়নের সুবাস বয়ে যায়
বয়ে যায় পৌষের কী দারুণ কুয়াশা সকাল
এসবের দিকে তোমার যায় না চোখ;
রেসের ঘোড়ার দিকে চোখ রেখে তুমি
ঘোড়া, রেসের মাঠে, দে দৌড়!
নিজেকে মারছো চাবুক! দে দৌড়!
সকালের মায়াবী কুয়াশায় আমি
মায়া ও আভিবাদন গ্রহণ করতে-করতে ভাবি:
এমনো দিন পৃথিবীতে আসুক,
হটপট হাতে ছুটতে থাকা তুমি একদিন
প্রাণভরে দেখো হেমন্তে কী করে পাতা ঝরে যায়,
কী করে খেটে খাওয়া এক জীর্ণ যুবক
দু’পয়সার বিড়ি ফুঁকতে-ফুঁকতেও একটা
শালিকের চোখে চকিতে রাখে চোখ।
ভাবি, পৃথিবীতে এমনো দিন আসুক
মাটির একটা আটপৌরে জানালার দিকে চেয়ে
তোমার মন কেমন করে ওঠুক;
আর বোধের ভেতর বাদ্য বেজে উঠলে তুমি পাও টের:
মায়াবী সকাল আজন্ম তোমাকে জানাচ্ছে অভিবাদন।
৩০ নভেম্বর ২০১৭