১৬ই মে ২০২২ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৪ পূর্বাহ্ণ, মে ১২, ২০২২
লুৎফুল্লাহ হীল মুনীর চৌধুরী
ভারতের সাবেক ক্রিকেট ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলির কোলকাতার বাড়িতে ৬ মে ডিনারে আমন্ত্রিত ছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ভারতীয় জনতা পার্টির শক্তিধর নেতা অমিত শাহ।
সেটা নিয়ে কোলকাতা শহরের মানুষজন থেকে শুরু করে মিডিয়া নড়েচড়ে উঠেছিল। মিডিয়া থেকে প্রথম প্রশ্ন ছুড়ে দেয়া হয়েছিল মহারাজার প্রতি সৌরভ গাঙ্গুলি কি বিজেপিতে যোগ দিচ্ছেন। মিডিয়ার যেমন বোলিং সাবেক ক্যাপ্টেনেরও ছিল তেমন ব্যাটিং। না বলে সকলের আগ্রহকে একেবারেই থামিয়ে দিলেন সৌরভ। ভারতের মিডিয়ার চিরন্তন বৈশিষ্ট্য হচ্ছে সহজেই দমে না যাওয়া। আচ্ছা সৌরভ গাঙ্গুলি যদি বিজেপিতে না যোগদান করবেন তাহলে অন্য কিছুওতো থাকার কথা। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিবি’র সভাপতি সৌরভ গাঙ্গুলি সে প্রসঙ্গে জানালেন অমিত শাহের সাথে তার ২০০৮ সাল থেকেই কথাবার্তা। অনেক পুরোনো সম্পর্ক। অর্থাৎ দাদার উপর দাদাগিরি করার আর কোন পথ খোলা নেই। এবার মিডিয়া ডিনারের ম্যানু ও অন্যান্য বিষয়ের উপর নিউজ করে এক প্রকার ওভার দ্যা বাউন্ডারি করে ফেলেছে। কিন্ত ক্লু’র শেষ নেই। কোন কোন মহল বিষয়টি নিয়ে আরও ভাবতে ভাবতে অন্য আরেকটি প্রসঙ্গ টেনে আনলেন। তাদের অংশের ধারণা আসছে অক্টোবরে ভারতের ক্রিকেট বোর্ডের নির্বাচন। অমিত শাহ এর ছেলে জেয় শাহ বিসিসিবি’র বর্তমান সেক্রেটারি। সৌরভ গাঙ্গুলি ও জেয় শাহের সম্পর্কও ওপেনিং পার্টনার শীপের মতোই ভালো। দুজনেই বিসিসিবি’র পদে আবার বহাল থাকার মাঠে নেমেছেন। কথাটা যেমন উড়িয়ে দিতে পারছিনা তেমনই এর পেছনের যৌক্তিক দিকটাও খুঁজে পাচ্ছিনা। বিসিসিবি’র নির্বাচনে অমিত শাহ কতটা প্রভাব খাঁটাতে পারবেন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুই দিনের সফরে পশ্চিমবঙ্গ এসেছিলেন। বিজেপি’র কর্মী চৌরাসীয়া হত্যাকাণ্ডের জন্য তিনি কাশীপুরে চৌরাসীয়ার বাড়িতে গিয়েছিলেন। সফরের কর্মসূচিতে ছিল ভারত-বাংলাদেশ সীমান্তে তিন-বিঘা করিডোর পরিদর্শন। কিন্ত সব ছাপিয়ে অমিত শাহের কোলকাতার ডিনার হয়ে উঠেছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। সবার আকর্ষণ যেয়ে পরলো সৌরভ গাঙ্গুলির বাড়িতে। সৌরভ গাঙ্গুলি বিষয়টি স্বাভাবিক ভাবেই দেখেছেন বরাবরের মত। কয়েক মাস আগে আমি দেখেছিলাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৌরভ গাঙ্গুলির বাড়িতে গিয়েছিলেন। খেতেও দেখেছি। মুখ্যমন্ত্রী যাবেন অথচ আপ্যায়ন করা হবে না সেটা কোলকাতার কালচারও নয়তো। আর যদি প্রশ্ন ওঠে বিসিসিবি’র পদ রক্ষার ক্যাম্পেইন এর বিষয়টির তাহলে বলা যায় ক্যাম্পেইন অমিত শাহ দিয়ে নয় তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েই শুরু হয়েছিল। মিডিয়া কিন্ত সেসময় কোনো কথা তুলেনি। আমি ঢাকায় বসে ঠিকই বিষয়টি লক্ষ্য করেছিলাম। কয়েক মাস আগে সৌরভ গাঙ্গুলিকে হাসপাতালে কাটাতে হয়েছিল। তিনিও সুস্থ হয়েই বাড়িতে ফিরেছিলেন। করোনা মহামারীতেও তিনি অনেকদিন আইসোলেশনে ছিলেন। এর পরপরই মমতা বন্দ্যোপাধ্যায় ও অমিত শাহের চাপ্টারটা সামনে এসেছে। সৌরভ গাঙ্গুলি এজন্যই বারবার বলেছেন সম্পূর্ণ সামাজিক সম্পর্কের কারণেই তার বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় ও অমিত শাহ এসেছেন। আমি রাজনৈতিক দিক থেকে একটি বিষয় লক্ষ্য করেছি ঘটনার পরপর। মমতা বন্দ্যোপাধ্যায় ও অমিত শাহ ভারতের দুপক্ষের নেতাই নন। বরং ভারতের দুটো ক্ষমতাধর রাজনৈতিক দলের শীর্ষ ব্যক্তি। আর যেদিন অমিত শাহ কোলকাতায় এসেছিলেন তার আগের দিন তৃণমূল কংগ্রেসের কর্মীদের হাতেই খুন হয়েছিলেন বিজেপি’র কর্মী চৌরাসীয়া। ডিনারের বিষয়ে মমতা দিদির মন্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেছিলেন সৌরভ গাঙ্গুলি যেনো ভালো করেই আপ্যায়ন করেন। অর্থাৎ রাজনৈতিক দ্বন্দ্ব কিছুই লক্ষ্য করা যায়নি। তবে চৌরাসীয়া হত্যাকাণ্ড নিয়ে পশ্চিমবঙ্গ উত্তপ্ত ছিলতো অবশ্যই। সৌরভ গাঙ্গুলির ডিনারে সেই প্রভাব ছিলনা এতটুকু। আর বিসিসিবি’র নির্বাচন নিয়ে যে রাজনীতি চলছে সেটা দেখতে হলে অক্টোবরের আগমন পর্যন্ত অপেক্ষার বিকল্প নাই। তবে সৌরভ গাঙ্গুলিকে এখনও মনে হচ্ছে নটআউট। অক্টোবরেও হয়তো নটআউটই থাকছেন ভারতের সাবেক ক্রিকেট ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি। যদিও ধোণী ও বিরাট কুলি’র সাথে বিসিসিবি’র বস গাঙ্গুলির সম্পর্কটা ডেড এন্ডে পৌঁছে গিয়েছে ইতিমধ্যেই। সেটা ভিন্ন প্রসঙ্গ। সুনীল গাভাস্কার আর রবি শাস্রিকে এই বিষয়ে তেমন উদ্বেগ প্রকাশ করতেও দেখা গেলো না। সম্পর্ক ভাঙ্গা-গড়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে চিরকাল। মূল বিষয়টি হচ্ছে ভারতের জন্য সৌরভ গাঙ্গুলি কতটা নির্ভরশীল হয়ে থাকবেন। ভারতবাসীতো সেটাই প্রত্যাশা করবে।
লেখক: সাংবাদিক
Editor in Chief
Contact: 017111-66826
National Desk In-charge
ᴍᴅ. ꜱʜᴀꜰɪqᴜʟ ɪꜱʟᴀᴍ ᴀᴢᴀᴅ ᴋʜᴀɴ
Contact: 01712805804
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com