সিলেট বাংলা নিউজ ডেস্ক: ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে কিশোরকে মারধরের ভিডিও যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ায় পর সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে।
মেহেদীর নেতৃত্বে কয়েকজন ছাত্র শামিম নামে এক ছাত্রকে মারধরের ঘটনার ভিডিও লিজা আখতার নামে একটি একাউন্ট থেকে ইউটিউবে আপলেড হয়।
এর পর থেকে ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এই ভিডিও। ভিডিওতে দেখা গেছে, ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র মেহেদী, লিটন, দুর্জয়সহ কয়েকজন পলিটেকনিক ইস্টটিউটের ছাত্র শামিমকে বেধড়ক মারধর করতে থাকে।
৫ মিনিট ২৯ সেকেন্ডের এই ভিডিওতে মারধরের পাশাপাশি দম্ভোক্তি প্রকাশ পেয়েছে। পুরো ভিডিওটি ধারণ করা হয়েছে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের একটি ক্লাস রুমে।
ছাত্ররা বার বার লাফিয়ে লাফিয়ে লাথি ও লাঠি দিয়ে মারপিট করতে থাকে শামিম নামের ছেলেটিকে। কি কারণে শামিমকে পিটিয়েছে তা জানা যায়নি।
শামিম বার বার মেহেদীদের বলে ‘ও ভাই পায়ে ধরি, ও ভাই পায়ে ধরি আমাকে মারিস না।’ কিন্তু মেহেদী তার কথা শুনে নেশাগ্রস্থের মতো একের পর এক লাথি, চড় থাপ্পড় মার থাকে।
এই বিষয়ে ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাদ আহম্মেদ জানান, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
সংবাদটি শেয়ার করুন