আবার গ্রেপ্তার হলেন এক ব্লগার । বিদেশ যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্লগার আসাদুজ্জামান নূর ওরফে আসাদ নূরকে গ্রেফতার করেছে পুলিশ।
ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের হওয়া এক মামলায় সোমবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
বিমানবন্দরে কর্মরত ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা জানান, আসাদ নূরের বিরুদ্ধে ২০১৭ সালের ১১ জানুয়ারি তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা করা হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।
কয়েকদিন আগেও তিনি ভারতে আত্মগোপনে ছিলেন- জানিয়ে ইমিগ্রেশন পুলিশকে বিষয়টি অবগত করে আমতলী থানা পুলিশ।
এরই প্রেক্ষিতে সোমবার সন্ধ্যায় ইমিগ্রেশন চ্যানেল পার হওয়ার সময় আসাদ নূরকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।
ওই কর্মকর্তা বলেন, তাকে বরগুনার আমতলী থানায় তথ্যপ্রযুক্তি আইনে দায়ের হওয়ায় ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com