ঢাকা ১৮ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি


আব্দুর রাজ্জাকের ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ

abdul
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০১৫, ১১:২৮ পূর্বাহ্ণ
আব্দুর রাজ্জাকের ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ

এসবিএন ডেস্ক:
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, রাজনীতিক, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য, জাতীয় নেতা মরহুম আব্দুর রাজ্জাকের ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ বুধবার। ২০১১ সালের ২৩ ডিসেম্বর লন্ডনের কিংস কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রাজ্জাক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আব্দুর রাজ্জাক স্কুল জীবনে অতি অল্প বয়সেই রাজনীতিতে যোগ দেন। তখন থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহচর্যে ছাত্রলীগ ও পরবর্তীতে আওয়ামীলীগের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধের সাংগঠনিক কার্য়ক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি আওয়ামীলীগের সাধারন সম্পাদক, পর্য়ায়ক্রমে সভাপতিমণ্ডলীর সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে তিনি মুজিবনগর সরকারের কর্মকাণ্ডে অসামান্য অবদান রাখেন।

আব্দুর রাজ্জাক ১৯৭০ সালের নির্বাচনে প্রাদেশিক পরিষদ সদস্য নির্বাচিত হন। এরপর আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে ১৯৭৩, ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর নির্বাচনী এলাকা ছিল শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট)। ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর আব্দুর রাজ্জাক সরকারের পানিসম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। মন্ত্রী থাকাকালেই ১৯৯৭ সালে ভারতের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক গঙ্গার পানি-বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়।

এর আগে পঞ্চম জাতীয় সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন তিনি। গত জোট সরকারের সময়ে অষ্টম জাতীয় সংসদে তিনি পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন। নবম জাতীয় সংসদে তিনি ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।

সংগ্রামমুখর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী মরহুম আব্দুর রাজ্জাক তাঁর সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন বাঙালির স্বাধিকার, স্বাধীনতা, শান্তি ও সামাজিক মুক্তির আন্দোলনে। ছাত্রজীবন থেকে আমৃত্যু তিনি ছিলেন বাঙালি জাতির প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে প্রথমসারির সংগঠক ও নেতা। তিনি ছিলেন ’৭১-এর ঘাতক দালাল ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে গড়ে উঠা আন্দোলনের অন্যতম পুরোধা। একটি উন্নত সমৃদ্ধ সুখী সুন্দর অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার সংগ্রামে মরহুম জননেতা আব্দুর রাজ্জাকের অনন্য অবদান বাঙালি জাতি কোনোদিন বিস্মৃত হবে না।

মরহুম আব্দুর রাজ্জাকের ৪র্থ মৃত্যবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আজ সকাল সাড়ে ১০ টায় রাজধানীর শিল্পকলা একাডেমীতে এক স্মরণসভার আয়োজন করেছে। সভায় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রধান অতিথির হিসেবে উপস্থিত থাকবেন।

এদিকে শরীয়তপুর ফাউন্ডেশন আজ সকাল সাড়ে ৮টায় বনানী কবরস্থানে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং সকাল ১১টায় লালমাটিয়াস্থ শেখ কামাল উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।

অন্যদিকে মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শরীয়তপুর জেলা আওয়ামীলীগ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে র‌্যালি, কাঙ্গালিভোজ ও আলোচনা সভা। এতে জেলা আওয়ামীলীগের নেতারা অংশগ্রহণ করবেন।

সংবাদটি শেয়ার করুন

September 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930