এসবিএন নিউজ,ষ্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেলে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তৃতাকালে প্রধানমন্ত্রী এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে এ দেশের উন্নয়ন করে। ৫ জানুয়ারির নির্বাচনে জয়লাভ করেও আমরা উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখেছি।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছেন, সে অনুযায়ী স্বাধীনতার সুফল মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়াই আওযামী লীগের লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী।
পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যা করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রত্যেক মানুষ হত্যাকারীর বিচার বাংলার মাটিতে করবো।
শেখ হাসিনা বলেন, আমরা চাই শান্তি, ওরা চায় অশান্তি। আওয়ামী লীগ চায় ন্যায় প্রতিষ্ঠা হোক, ওরা চায় লুটপাট করুক।
এর আগে, জনসভা মঞ্চের পাশে সিলেটের ২২টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। তারপর দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন তিনি।
বিস্তারিত আসছে…
সংবাদটি শেয়ার করুন