২৮শে ফেব্রুয়ারি ২০২১ ইং | ১৫ই ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, মে ১১, ২০১৯
জোবায়দা আক্তার চৌধুরী
আমরা কেবলই দর্শক
খেলছে মাঠে ধর্ষক
শেয়াল- শকুনিরা ঘুরছে
যাকে পাচ্ছে খাবলে খাচ্ছে।
ওরা মানুষ না
মানুষের অবয়বে হিংস্র জানোয়ার
পশুরাও আজ তাদের কাছে মেনেছে হার।
আর কত বলি হবে ?
হায়রে শকুনির দল
বিবেক তোদের জাগবে কখন ?
কবে পশু থেকে মানুষ হবি বল ?
পশুরও মায়া আছে
তোদের তাও নেই।
শরীর পেলেই কেবল
হারিয়ে ফেলিস খেই।
মেয়েরা কি স্বাধীন দেশের
বন্দী ক্রিতদাস ?
যা ইচ্ছে করবি তোরা
গলায় দিবি ফাঁস।
বিচার হবেনা হবেনা বিচার
মেয়েরা কি মানুষ নাকি ?
মানুষ হলে বিচার পেত
বন্ধ হতো এই অনাচার।
সত্য জেনেও আমরা সবাই
ঠোঁটে রাখি হাসি।
সোনার বাংলা আমরা তোমায়
বড্ড ভালবাসি।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766