৭ই মার্চ ২০২১ ইং | ২২শে ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, জুন ১৭, ২০১৮
-তামান্না জেসমিন
মেলামেশা একটুখানি জমছিলো
মরা মাছের চোখের মতন
আমায় কেবল দেখছিলো
বনের ময়ূর পেখম মেলে
প্রেম আবেগে নাচছিলো l
অধীর হৃদয় উস্কানিতে
উড়বে কি সে ভাবছিলো ?
রবি বাবুর গানটা কি সে
গভীর হৃদয় শুনছিলো ?
মন্দিরে ওই মধুর ধ্বনি
মন্দিরা কি বাজছিলো ?
ভালবাসার রূপকথা মন
প্রেম সাগরে ভাসবে কি তা
মনটা মোটেও বুঝছিলো ?
বুকটা তখন অনেক জোরে
ধড়ফড়িয়ে কাঁপছিলো ,
একটি ভ্রমর ঠোঁটের ওপর
আলতো করে বসছিলো l
তখন থেকে দেহের ভেতর
লালাভ আগুন খুব আবেগে
উদোম হয়ে জ্বলছিলো l
দুটি আত্মা একাত্মতায়
বাসর সুখে ভাসছিলো l
নগ্ন মনের তুমুল ঝড়ে
দেহের সাথে দেহের তরী
খুব গতিতে ভিড়ছিলো
ভালবাসি – উচ্চারনে
এ কথা সে বলছিলো
আমায় ভালো বাসছিলো …
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766