আমিও একজন শ্রমিকের মতো রাতদিন কাজ করেছি ; শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৮

আমিও একজন শ্রমিকের মতো রাতদিন কাজ করেছি ; শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘এ বছর চারকোটি ৩৭ লাখ ছয় হাজার ৮৯৫ শিক্ষার্থীকে ৩৫ কোটি ৪২ লাখ ৯০ হাজার ১৫২টি বই বিতরণ করেছি। বই বিতরণের আগ পর্যন্ত ৯৮ হাজার ২২৪ জন শ্রমিককে রাতদিন কাজ করতে হয়েছে, যেখানে আমিও একজন শ্রমিকের মতো রাতদিন কাজ করেছি।’

শনিবার (৬ জানুয়ারি) দুপুরে রাউজানে কদলপুর স্কুল অ্যান্ড কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর একটিবারও ব্যর্থ হয়নি। ঠিক সময়ে বই বিতরণ করেছি। এমনকি ২০১৪ ও ২০১৫ সালে বিএনপির জ্বালাও-পোড়াও রাজনীতির মধ্যেও জানুয়ারির ১ তারিখেই সব শিক্ষা প্রতিষ্ঠানে বই পৌঁছেছে। আমাদের হিসেবে, গত ৯ বছরে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ২৬০ কোটি ৮৫ লাখেরও বেশি বিনামূ্ল্য বই বিতরণ করা হয়েছে ‘

দেশের শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি যখন প্রথমবার ইউনেসকোতে বক্তব্য রাখি তখন বলেছিলাম, আমরা অর্থনীতির দিক দিয়ে দুর্বল থাকতে পারি তবে মেধার দিক দিয়ে নই। তবুও আমরা চেষ্টা করছি বাংলাদেশকে একটি বিশ্বমানের আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে।’

‘ঠিক চারবছর পর আবারও ইউনেসকোতে বক্তব্য দেওয়ার সুযোগ হলো-তখন আমাকে আর বলতে হয়নি, ইউনেসকোর কর্মকর্তারা বলেছেন অন্য দেশগুলোকে যে শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশ থেকে শিক্ষা নিতে।’ বলেন-মন্ত্রি।’

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো.সোহরাব হোসাইন, অর্থ মন্ত্রণালয়ের অর্থ সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী, শিক্ষা ও প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মু.মোহসিন চৌধুরী ও রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

September 2023
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930