ফাহাদ ইবনে হাশেম, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া আখতরাবাদ (কুমিরাঘোনা) বায়তুশ শরফ এর প্রতিষ্ঠাতা শাহ মাওলানা মীর মুহাম্মদ আখতার (র.) ও বায়তুশ শরফের রূপকার মরহুম মাওলানা শাহ আব্দুল জব্বার (র.) এর ৩ দিনব্যাপী ইছালে ছওয়াব মাহফিলে শনিবার আখেরি মোনাজাতে অংশগ্রহণ করতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার লোকজনের সমাগম হয়।
এতে মোনাজাত পরিচালনা করেন বাইতুশ শরফ দরবারের রাহবার আল্লামা শায়খ মোহাম্মদ আবদুল হাই নদভী (ম.জি.আ)।
৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ৩ দিন ব্যাপী বায়তুশ শরফ মাঠে মাহফিলের কার্যক্রম শুরু হয়।
দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বায়তুশ শরফের হাজার হাজার শুভাকাঙ্ক্ষীরা ছুটে আসে। তাছাড়া ঐতিহাসিক আখেরী মোনাজাতে শরিক হতে চট্টগ্রামের বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন থেকে হাজার হাজার মানুষ সকাল হতে বিভিন্ন গাড়ি যোগে মাহফিলে আসতে থাকে। বায়তুশ শরফের চারিদিকে চুখে পড়ে মানুষের ভিড় । দেশ- বিদেশের খ্যাতনামা উলামায়ে কেরাম মাহফিলে কুরআন হাদিসের বয়ান পেশ করেন। বায়তুশ শরফের সম্মানিত পীর হযরত মাওলানা আব্দুল হাই নদভীর সভাপতিত্বে মাহফিলে দেশের বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ, সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ মাহফিলে একমাত্র মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য পবিত্র কোরআন সুন্নাহ মোতাবেক ওয়াজ নসিহত, জিকির আজকার, তাহাজ্জুদ নামাজসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করা হয়েছে।
অনুষ্ঠিত ইছালে সাওয়াব মাহফিলের আখেরি মোনাজাতে দুনিয়া ও আখেরাতের শান্তি এবং মুসলিম উম্মাহর উত্তরোত্তর সমৃদ্ধি, সংহতি, অগ্রগতি আর দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে প্রায় ৩৫ মিনিট ধরে মুনাজাতে মুসল্লিরা নিজ নিজ গুনাহ মাফ ও আত্মাশুদ্ধির মাধ্যমে মহান রাব্বুল আলামীনের দরবারে রহমত ও হেদায়াত প্রার্থনা করেন।
শনিবার সকাল থেকে মোনাজাতে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা এসে মাহফিলস্থলে পৌঁছান।
সংবাদটি শেয়ার করুন