এসবিএন বিনোদন ডেস্কঃ গতকাল ছিল তাঁর জন্মদিন। ৫১ বছর হলো আমির খানের। কয়েক দিন আগেও ছিলেন বিদেশে। বড় ছেলের সঙ্গে সময় কাটানোর জন্য গিয়েছিলেন। কিন্তু জন্মদিনে ছেলের মুখ দেখতে চাইছিলেন আমিরের মা।
ফলে ট্যুর সংক্ষিপ্ত করেই চলে এলেন দেশে। জন্মদিন উপলক্ষে হাজির হয়েছিলেন সাংবাদিকরা ‘ধুম ৩’ তারকার অনুভূতি জানতে। চারদিক থেকে এলো নানা প্রশ্ন। কাউকে নিরাশ করেননি আমির। শুরু করেছেন ‘দঙ্গল’ ছবির জন্য নিজের ওজন বেড়ে যাওয়া নিয়ে, “আমার ৯৫ কেজি ওজন নিয়ে বেশ ভয়ে আছেন আমার মা আর স্ত্রী।
তাঁরা মনে করছেন, স্বাস্থ্য নিয়ে এক ধরনের খেলা করছি। কখনো কখনো আমারও তাই মনে হয়। পরিস্থিতি এমন অবস্থায় গিয়েছিল যে জুতোর ফিতে বাঁধতে গেলে দম বন্ধ হওয়ার মতো অবস্থা। ছবির প্রয়োজনেই আবার আমাকে ওজন কামাতে হচ্ছে। ৩ সপ্তাহ ধরে এখন টানা ছয় ঘণ্টা ধরে ব্যায়াম করছি। এই ছবির কাজ শেষে আবার আমাকে ‘পিকে’র মতো দেখতে পাবেন।”
এলো রাজনীতিতে প্রবেশ করার প্রসঙ্গও। উত্তরে পরিষ্কার করে হ্যাঁ কিংবা না বলেননি তিনি, ‘আসলে তারকা হলেই যে রাজনীতি করা যাবে এটা কিন্তু ঠিক নয়। রাজনীতি করার জন্য সেই পরিমাণ আবেগ আমার ভেতরে কাজ করে কি না সেটাই হচ্ছে আসল কথা।’
এত সব কঠিন প্রশ্নের মধ্যে বার্থডে বয়ের কাছে জানতে চাওয়া হয়— জন্মদিনে কী চাওয়ার আছে তাঁর। উত্তরে জানালেন, ‘মা’কে তাঁর পিতৃপুরুষের ভিটেবাড়িটা কিনে দিতে চাই। মা’য়ের শৈশবটা কেটেছে বেনারসের এক বাড়িতে। ওটা মাকে কিনে দিতে পারলে মনে বেশ আনন্দ পাব।’
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com