৮ই মার্চ ২০২১ ইং | ২৩শে ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২০
মাসুম পারভেজ রুবেল
আমি আপনাদের কাছে এসেছি নিরাপদ ভেজাল মুক্ত খাদ্য সামগ্রীর অঙ্গীকার নিয়ে, আমরা প্রতিনিয়ত সব কিছুর নিরাপত্তা চেয়ে আন্দোলনের কথা বলি, কিন্তু একবার ও কি ভেবেছি আমরা কি কখনও সমষ্টিগত ভাবে আমাদের খাদ্য, বাসস্থান,শিক্ষা,স্বাস্থ্যের নিরাপত্তার জন্য নিজেদের দায়িত্ব পালন করেছি, একা কর্তৃপক্ষের পক্ষে কখন ও সম্ভব নয়, আমরা শুরু করলে একদিন সবাই সহযোগিতা করতে বাধ্য হবে ,আমি আপনাদের দোয়া ও ভালোবাসা ও সর্বাত্মক সহযোগিতা নিয়ে নিরাপদ ভেজাল মুক্ত খাদ্য সামগ্রী নিয়ে আপনাদের সেবা করতে চাচ্ছি যদি আপনারা আমার পাশে থাকেন আমি পারবো inshahallah, আপনারা জানেন আমার চলচিত্রের ক্যারিয়ারের 38 বছরে আমি কোনো পণ্যের এড নিয়ে আপনাদের কাছে আসিনি,কেননা যারা আমাকে অনেক কাছ থেকে চিনেন, তারা জানেন আমি জীবনে কখনও সততার সাথে আপস করিনি চেষ্টা করেছি সত্যের পথে থাকতে, এখন ও প্রতিজ্ঞা করে আছি যতদিন বাজবো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের বজ্র কণ্ঠ নিয়ে থাকবো, অনেকে অনুরুদ করেছে অনেক চেষ্টা ও করেছে কিন্তু সাহস পায়নি কেননা বাংলাদেশের যে দিকে তাকাই সুদু ভেজাল র ভেজাল ছাড়া কিছুই পাইনি গুনগত মানের কোনো বালাই নাই, আপনারা জানেন ভালো স্বাস্থ্যই আমাদেরকে ভালো রাখে হ্যাপি রাখে সুখে রাখে কর্মঠ করে অনেক দিন বাঁচার শক্তি যোগায়, আপনারা ইউরোপ আমেরিকার দিকে তাকিয়ে দেখুন একজন মানুষের বয়স 80 ,90 হয়ে গেলে ও সে কতটা স্ট্রংলি চলা ফেরা করে অথচ আমরা 40 পার হলে অচল হয়ে যাই, শুরু হয়ে যায় ডায়াবেটিস, হৃদরোগ,কিডনি আরো নানান জটিল রোগ, যা থেকে উত্তোলনের কোনো সুযোগ সুবিধা আমাদের দেশে না থাকায় অকালে জরে যাচ্ছে লক্ষ প্রাণ, আমরা কি এভাবে মরবো আমাদের কি কিছু করার নেই, আমার লক্ষ কোটি ভক্ত ও ভালোবাসার মানুষের কাছে অনুরুদ আসুন আমরা একসাথে ভেজাল মুক্ত খাদ্য সামগ্রী নিয়ে কাজ করি, আমি শুরু করেছি দরকার আপনাদের,আপনাদের সৎ ইচ্ছে ছাড়া আমি একা কখন ও পারবোনা, র আমি বিস্বাস করি এখন ও বাংলাদেশের লক্ষ কোটি মানুষ আমাকে ভালোবাসে সে ভালো বাসার দাবি নিয়ে আমার আকুল আবেদন আসুন, আপনাদের সাথে পেলে আমরা ভেজাল খাদ্য মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ, প্রিয় বন্ধুরা, সত্যি কথা বলতে কি, এই করোনা মহামারিতে আমি যখন প্রায় 4 মাস ঘরে বন্দি ভাবছিলাম কি করে এর প্রভাব থেকে কিছুটা হলে ও রেহাই পাওয়া যায় তাই বাসায় বসে নিজে নিজে কিছু মিক্সার বানিয়ে খেতাম যেমন , আদা দিয়ে লেবুর পানি, হানি, লবঙ্গ, আদা, মিক্সার, কালিজিরা সহ আরো অনেক কিছু, দেখলাম আসলে অনেক উপকার পেয়েছি, আমার নিজের প্রতি এই টুকু বিস্বাস জন্মেছে যে, চাইলে আমার প্রিয় ভক্ত দের জন্য কিছু করতে পারবো তাই সিদ্বান্ত নিলাম, সঠিক গুনগত মান ঠিক রেখে খাদ্য সামগ্রী নিয়ে আপনাদের জন্য কাজ করবো আমি ও আমার অনেক কাছের কয়েকজন বন্ধু মিলে IMS agroo ফুডস এর ব্যানারে মানহা ব্রান্ডের কিছু চায়ের পণ্য নিয়ে শুরু করেছি যাতে আছে ভিন্ন ভিন্ন স্বাদ গুনগত মান সবই আলাদা আলাদা যেমন, মানহা গোল্ড টি, মানহা মাসালা টি , হানি লেমন জিঞ্জের টি, গ্রিন টি, ডায়াবেটিস টি , কালিজিরা টি আরো অনেক প্রকারের ভিন্ন স্বাদের মনমাতানো গন্ধে,,,,পর্যায়ক্রমে চাল, ডাল, আটা সহ নিত্যপ্রয়োজনীয় প্রতিটি খাদ্য সামগ্রী আমাদের তালিকা যুক্ত হবে ইনশাআল্লাহ, শুরুতে অনেক ভুলত্রুটি থাকতে পারে,আমি জানি আমার অনেক ভালোবাসার মানুষ আছে যারা অনেক অভিজ্ঞ ও সামর্থবান, অনুরোধ থাকবে ক্ষমা করে দিয়ে আপনাদের সৎ পরামর্শ নিয়ে আমার সাথে আসবেন আশা করছি, প্রাথমিক ভাবে আমরা প্রতিটি বিভাগে ও জেলায় একজন করে সৎ সামর্থ্যবান ডিপো পার্টনার ও প্রতিটি থানায় একজন করে ডিলার এবং একজন করে সেলস Executive নিয়োগ দেয়া হবে, আপনারা পত্যেকে আমার ভাই, বোন, বন্ধু হয়ে সহ যুদ্ধা হিসেবে আমাদের ফ্যামিলির মেম্বার হয়ে সাথে থাকবেন,আমি আশা করি আগামি ৫ বছরে কম পক্ষে এক লক্ষ ছেলে মেয়ের কর্মের ব্যাবস্থা হবে আমাদের এই মিশনের মাধ্যমে ইনশাআল্লাহ, আগ্রহীদের আমাদের উত্তরা অফিসে সরাসরি এসে আমার সাথে দেখা করে বিস্তারিত জানবেন, র আপনারা যারা ভেজাল মুক্ত পণ্য সামগ্রী নিয়ে সৎ ভাবে মানুষের কল্যাণে কাজ ক রতে চান তাদেরকে অনুরোধ করবো,আপনার কাছে যে যে পণ্য সামগ্রী আছে প্রতিটির sample এবং Production/ইম্পোর্টেড details নিয়ে আসুন আমাদের ব্যানারে , আমার সহযোদ্ধা হয়ে একসাথে যুদ্ধ করবো,আপনারা সাথে থাকলে, আমি রেডি! বাংলাদেশের প্রতিটি থানায়,জেলায় সশরীরে উপস্থিত হয়ে , নিরাপদ খাদ্য সামগ্রী প্রতিটি মানুষের দ্বারে দ্বারে পোঁছে দেয়ার অঙ্গীকার নিয়ে মাঠে থাকবো এই জন্য আমার শরীরের শেষ রক্ত বিন্দু দিয়ে হলে ও যা যা করণীয় আমি করবো ইনশাআল্লাহ, পরিশেষে এই টুকু বলবো আমার 38 বছরের চলচিত্র কেরিয়ারে আপনাদের মনে যদি একবিন্দু ভালোবাসার স্থান দিয়ে থাকেন তাহলে আসুন কাঁদে কাঁদ মিলিয়ে ঝাপিয়ে পড়ি ,খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে ঘরে ফিরবো inshahallah, আমাদের সোনার বাংলা হবে নিরাপদ খাদ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত, সবাই অনেক ভালো থাকুন, আমাদের সাথে থাকুন, নিরাপদ ভেজাল মুক্ত খাদ্য গ্রহণ করুন আল্লাহ হাফেজ
মাসুম পারভেজ রুবেল ( চিত্র নায়ক)
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766