
সদরুল আইন,স্টাফ রিপোর্টারঃ
ডিমের বাজার নিয়ন্ত্রণে আনতে ছয় প্রতিষ্ঠানকে আরো ছয় কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) তাদের এ অনুমতি দেওয়া হয়।,
গত ১৭ সেপ্টেম্বর চারটি প্রতিষ্ঠানকে চার কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়।
প্রতিটি ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। তবে বাজারে এখনো সাড়ে ১২ টাকা বা তারও বেশি দরে তা বিক্রি হচ্ছে।
এছাড়াও ঢাকার বাজারগুলোর অনেক জায়গাতে খুচরা পর্যায়ে আগের দামে অর্থাৎ ১৫টাকা প্রতি পিচ ডিম বিক্রি হচ্ছে বলে জানা গেছে।