১১ই আগস্ট ২০২২ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, মে ২৮, ২০১৮
আরো এক ধাপ এগিয়ে গেলো অলিলা গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড । চীনা কোম্পানি ডেলি গ্লাস কোং লিমিটেডের সঙ্গে যৌথ বিনিয়োগের চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশের অলিলা গ্লাস ইন্ডাস্ট্রিজ ।
রোববার বিকেলে গুলশানের লেকশোর হোটেলে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অলিলা গ্লাসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ জিল্লুর রহমান এবং ডেলি গ্লাসের চেয়ারম্যান শি উই ডং নিজ নিজ কোম্পানির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান গোলাম হোসেন, অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল ইসলাম ,আলফা ক্রেডিট রেটিং লিমিটেডের চেয়ারম্যান এ এস এ মুঈজ (সুজন), সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালক মোহাম্মদ আসাদুল্লাহ এবং অলিলা গ্রুপের চেয়ারম্যান হাসিনা নাহিদসহ উভয় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অলিলা গ্লাসের চেয়ারম্যান হাসিনা নাহিদ বলেন, অলিলা গ্লাস পণ্যের গুণগতমান রক্ষা করে দেশের গ্রাহকদের চাহিদা পূরণ করে বিদেশে রফতানি করছে। আজকের এই চুক্তির মাধ্যমে ধারাবাহিক ব্যবসায়িক সফলতাকে আরো এগিয়ে নিতে বড় ভূমিকা রাখবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com