আলতাফ মাহমুদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

প্রকাশিত: ৭:৫১ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৪, ২০১৬

আলতাফ মাহমুদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

এসবিএন ডেস্ক: বিশিষ্ট সাংবাদিক বাংলাদেশ ফেডারেল ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি আলতাফ মাহমুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

আজ রোববার এক শোক বার্তায় তিনি বলেন, সাংবাদিকতায় আলতাফ মাহমুদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মতো একজন সিনিয়র সাংবাদিকের মৃত্যু দেশের সাংবাদিকতার জন্য এক অপূরণীয় ক্ষতি।

রাষ্ট্রপতি আলতাফ মাহমুদের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিএফইউজে সভাপতি সাংবাদিক আলতাফ মাহমুদ রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যান।

গত ১৪ জানুয়ারি ঘাড়ে প্রচণ্ড ব্যথা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। স্পাইনাল কর্ডে সমস্যার কারণে তার দুই পা অবশ হওয়া ছাড়াও দুই হাতেও শক্তি পাচ্ছিলেন না। বৃহস্পতিবার তার মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হয়েছিল।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

May 2023
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031