৯ই মার্চ ২০২১ ইং | ২৪শে ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২১ পূর্বাহ্ণ, জুলাই ৩, ২০১৮
প্রখ্যাত শিশু সাহিত্যিক ও ছড়াকার শাহাদাত বখত শাহেদের বাবা আলহাজ্ব মনোওর বখত গত ২৬ জুন সকাল ৬.৩০ মিনিটের সময় ইবনে সিনা হাসপাতাল সিলেটে ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি —- রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮।
মরহুমের মরদেহ হাওয়াপাড়া নিজ বাড়িতে রাখা হয়।
পরদিন বাদ আসর হাওয়াপাড়া জামে মসজিদে নামাজে জানাজা ও পরে হযরত মানিকপীর টিলায় দাফন সম্পন্ন হয়েছে ।শাহাদাত বখত শাহজালাল ব্যাংক মৌলভীবাজার শাখায় ব্যাবস্থাপক হিসেবে করমরত ।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766