১৩ই এপ্রিল ২০২১ ইং | ৩০শে চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৭
রোদেলা নীলা
আমায় তুমি বাইন্ধো সখা সজল দুইখান চক্ষে ; তারো অধিক বাইন্ধ্যা থুইও সুঠাম প্রসার বক্ষে।
কিড়া কাইটা কওগো সখা যাইবানা দূর পানে ; বাহুর বান্দন শক্ত কইরা রাখবা ওই পরাণে।
নয়ন তারায় আসন তোমার পিঞ্জিরাতে থাইকো ; পরবাসী মনটারে তাই হিয়ার খাঁচায় রাইখো।
Developed by - Web Nest Ltd.
Helpline - +88 01719305766