আলিয়ঁস ফ্রঁসেজ এ “তোমারি নাম সকল তারার মাঝে”

প্রকাশিত: ৩:০৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৭

আলিয়ঁস ফ্রঁসেজ এ “তোমারি নাম সকল তারার মাঝে”

আলিয়ঁস ফ্রঁসেজ এ “তোমারি নাম সকল তারার মাঝে” শীর্ষক রবীন্দ্রসঙ্গীতানুষ্ঠান। শুক্রবার, ২৪ শে নভেম্বর আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে শুরু হতে যাওয়া এ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন আঁখি হালদার এবং অনুশ্রী ভট্টাচার্য ।
রেজওয়ানা চৌধুরী বন্যা এবং পীযুষ বড়ুয়ার ছাত্রী আঁখি হালদার বাংলাদেশ টেলিভেশনের তালিকাভুক্ত শিল্পী। তিনি দেশে বিদেশে বিভিন্ন জায়গায় অসংখ্য জায়গায় সঙ্গীত পরিবেশন করেছেন। তিনি বর্তমানে ঢাকার সুরের ধারা নামক একটি সঙ্গীত স্কুলে শিক্ষকতা করছেন। অনুশ্রী ভট্টাচার্যও রেজওয়ানা চৌধুরী বন্যা এবং পীযুষ বড়ুয়ার ছাত্রী। তিনি বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী। অনুষ্ঠানটি সঞ্চালন করবেন পীযুষ বড়ুয়া।
অনুষ্ঠানে যোগদানে আগ্রহীদের নাম এবং মোবাইল নাম্বর ২৩ শে নভেম্বরের মধ্যে ঢ়ৎড়মৎধসসব@ধভফযধশধ প্রেরণ করে নিবন্ধন করতে পারবেন। অনুষ্ঠানস্থলে নিবন্ধন করার কোনো সুযোগ থাকছে না।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

October 2023
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031