১৩ই এপ্রিল ২০২১ ইং | ৩০শে চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, মে ৩০, ২০১৮
সাদ্দাম হোসেন
আশুলিয়ায় বাইপেল-আব্দুল্লাহপুর মহাসড়কে কাভার ভ্যান চাপায় এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার( ২৯শে মে) রাত সাড়ে আটটার দিকে শিমুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। তবে মৃতের পরিচয় এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সাড়ে আটটার দিকে এক মোটর সাইকেল আরোহী বাইপেল থেকে আব্দুল্লাহপুরের দিকে যাচ্ছিল। শিমুলতলা এলাকায় মোটরসাইকেলটি পৌছালে একই দিক থেকে দ্রুত গতিতে আসা একটি কাভার ভ্যান চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়। ঘটনার পরপরই কাভার ভ্যান চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন জামগড়া এলাকা থেকে ঐ কাভার ভ্যান চালককে আটক করে।
এব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল বলেন, আমরা দূর্ঘটনাটি সম্পর্কে অবহিত হয়েছি। পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছেছে। কিছুক্ষণ পর বিস্তারিত জানা যাবে।
এদিকে এ ঘটনার পরপরই বাইপেল-আব্দুল্লাহপুর মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766