আসিলাম -দেখিলাম -জয় করিলাম

প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৩

আসিলাম -দেখিলাম -জয় করিলাম
হাসিদাা মুন

 

 

আসিলাম

আপাদ মস্তক – এইযে দ্যাখো
উঁমহু, সেই সাথে মনেও রেখো
‘ইউরিদিস’ যখন প্রাণ পেয়েছিল
দাঁড়িয়ে ছিলাম অদূরেই
অতৃপ্ত বাঙালি নারী হবো বলেই
‘সিরিয়াল’ এলো তারও বহু- পরে
সাথে করে আনিনি মাকড়সা সাপ কিংবা
উচ্চতার ভয় …

 

সজ্জন আমার-
চাঁদে চরিত থেকে ভেসেছি মনে মনে
শুনেছি কিউপিড সাঈকি থেকে লাইলি মজনু,
নদেরচাঁদ আর মহুয়ার পালাগান
প্রাচীন প্রেমের সংকীর্ণ সেসব অনুচ্ছেদ
এখন যাই বলো – পলিসিক্ত জনতার গিসগিস্ কাতারে
এসেই গেছি বেষ্টিত পরিজনে …

 

 

দেখিলাম

জন্মস্থান এক ক্যাথিড্রাল
মুক্তমঞ্চের বেপথু ব্রোথেল
নূহের বন্যায় ধোয়া খাদে ভরা পৃথিবীকে
পার্বত্য বিজ্ঞান
ইলেক্ট্রমাগ্নেটিক সৌরজগৎ
ভুমন্ডলের অস্পস্ট বসবাসের ব্যবস্থা
অভিশাপের ভিসুভিয়াস
লাল আপেলের পতন
হাড়িকুড়ি গোছানো সংসার
দায়বদ্ধ সমাজ
কাঁধে চাপানো বিধান্ মণ্ডলী
জগদ্দল ভরাডুবি আবার পিছনে
“ফেরাউনের” ডুবে যাওয়া…

 

এবার আড়াআড়ি দেখি বাতাস কে
ধুর, কোন দিক আগে ওর
কোনটায় পিছে !
হায় ঈশ্বর
নেত্র মম মিছে…..?

 

 

জয় করিলাম

সময়ের মেরুকরণের শিক্ষা
মানবের বাচাঁর অস্তিত্ব ঘোষণা
মহাকর্ষ হুমড়ি খায় একনিষ্ঠ অক্ষের উপর
কাজে লাগাই অনুমানের অনুমিতি
গভীরভাবে বুঝে নিই স্নায়বিক উচ্ছাস
সার্বিক শরীর ক্রীড়াপ্রনালী অধ্যায়
সাহসী কলম্বাস’ হয়ে প্রজ্ঞাপিত হই রাতের সোপানে
কৌলীন্য গুপ্তচরের মতো মেখে নিই চুম্বনের শিষ্টাচার
মহিমান্বিত মানব আর ভেঁপু বাজানো অসচ্ছল মানবতা
ভীরু আটপৌরে জীবনকাল নিরীক্ষায় -চাঁদ অনুত্তীর্ণ
নিশ্চিহ্ন করি সমুদয় জরাজীর্ণ ……….

 

লাইভ রেডিও

Calendar

March 2023
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031