২২শে সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
লাবণ্য হক
তুমি কি ভালোবেসেছিলে তাকে ?
তোমার চোখে কি এক ঘোর লেগে আছে যেন!
কাল যখন তোমার দিকে তাকাই তখন
এক নিমিষেই তার আবছা ছবি দেখে নিয়েছি আমি।
এখানে কেউ কাউকে বোঝেনা
বোঝার আগেই সব শেষ
দীর্ঘায়িত যাত্রা পথ এক,
ভালোবাসা নামক সফেদ কাফন
কার ছায়া কে মাড়ায়!
কোন প্রয়োজনে কে কথায় হারায়
কেউ বলতে পারবেনা ঠিক ঠাক,
অবিরাম ছুটে চলা নদী হঠাৎ আহত হয়,
পলি পড়ে তার বুকে।
আর পথিকেরা অহংকারী পদচারণায় মুখর হয় অবশেষে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com