প্রতীকী ছবি।
রেডটাইমস ডেস্ক:
বৃহস্পতিবার (২৩ জুন) এ ঘটনায় পাকুন্দিয়া থানার ওসি সারোয়ার জাহান, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সালসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর কিশোরগঞ্জ-ভৈরব সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ার পুলেরঘাটে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দলীয় স্থানীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিনের সমর্থকদের মাঝে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে পাকুন্দিয়ার পুলেরঘাটে সংসদ সদস্য নূর মোহাম্মদ ও সাবেক সংসদ সদস্য এবং উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অ্যাডভোকেট সোহরাব উদ্দিনের সমর্থকরা বৃহস্পতিবার বিকেলে শোভাযাত্রার আয়োজন করে।
বিকেল পৌনে ৫টার দিকে অ্যাডভোকেট সোহরাব উদ্দিনের সমর্থক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ভিপি ফরিদ উদ্দিনের নেতৃত্বে পুলেরঘাট পুরান বাজার থেকে মিছিল বের করলে সংসদ সদস্য নূর মোহাম্মদের সমর্থকরা বাধা দেন। এ নিয়ে দুপক্ষের দুই শতাধিক ক্যাডারে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
এক পর্যায়ে পুরো পুলেরঘাট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এসময় সংবাদ সংগ্রহকালে চ্যানেল ২৪ এর কিশোরগঞ্জ প্রতিনিধি খায়রুল আলম ফয়সালসহ সাংবাদিকদের উপর চড়াও হয় সন্ত্রাসীরা।
এক পর্যায়ে ইট দিয়ে সাংবাদিক ফয়সালের মাথায় আঘাত করে গুরুতর আহত করা হয়। গুরুতর আহত অবস্থায় সাংবাদিক ফয়সালকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ইটপাটকেলের আঘাতে পাকুন্দিয়া থানার ওসি সারোয়ার জাহান আহত হন। তাছাড়া সংঘর্ষে দুই পক্ষের কমপক্ষে আরও ১৪ জন আহত হয়েছে। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন হোসাইন জানান, আওয়ামী লীগের দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
সংবাদটি শেয়ার করুন