৩১শে মে ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২২
কপিল দেব রেডটাইমস নিউজ ডেস্ক মৌলভীবাজারঃ
২০২২ কে বিদায় জানিয়ে ২০২৩ কে স্বাগত জানানোর মধ্যদিয়ে রাজনগর উপজেলাবাসীসহ দেশ ও বিদেশে অবস্থানরত প্রবাসীদেরকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন, রাজনগর উপজেলা চেয়ারম্যান, বিশিষ্ট সমাজ সেবক, সাবেক ছাএলীগ সভাপতি মোঃ শাহজাহান খান।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বিগত বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে বাংলাদেশ এগিয়ে যাক। আগামী বছর জাতির জনকের সোনার বাংলা বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর দুর্বার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। দেশে ও বিদেশে বাংলাদেশ এর উজ্জ্বল ভাবমূর্তি উত্তরোত্তর বৃদ্ধি পাবে।
সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকল অপশক্তি, মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলার জনগণ সামাজিক প্রতিরোধ গড়ে তুলবে। মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হবে বাংলার প্রতিটি জনগণ।
পদ্মা সেতু উদ্ধােধন, ১০০ টি সেতু, স্বপ্নের মেট্রোরেল প্রকল্পের উদ্ভোধনে খুশির আমেজ লেগে থাকুক গোটা বাংলাদেশে সেই সাথে নববর্ষে নতুন দিনে, নতুন বছরে সবার ভালো কাটুক।সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শাণিত নেতৃত্বে আওয়ামী লীগ আরো বেশি শক্তিশালী হয়ে সোনার বাংলা গঠনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। এটাই হোক নতুন বছরের প্রত্যাশা ।
পুরাতন বছরের দুঃখ,হতাশা ভুলে দেশ বাসী আপামর জনসাধারণের নতুন বছরের দিনগুলো কেটে যাক অনাবিল শান্তিতে। সুখ-স্বাচ্ছন্দে ভরে উঠুক সবার জীবন।সবাইকে ২০২৩ ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com