২০শে মে ২০২২ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২০ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৫, ২০১৬
এসবিএন ডেস্ক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশের যুবারা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
২৪৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে ইংলিশ যুবারা। তবে তাদের শুরুটা ভালো হয়নি। ১৫ রান তুলতেই তারা হারিয়ে বসেছে ৪ উইকেট।
বাংলাদেশের শাফিউল হায়াত সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস খেলেছেন। ৮৯ বলে তার ৬৮ রানের ইনিংসে ৬টি চার ও ১টি ছক্কার মার ছিল। এ ছাড়া মোহাম্মদ সাইফুদ্দিন অপরাজিত ৪৬, জাকের আলী ৩৬ ও জাকির হোসেন ২৪ রান করেন।
বল হাতে ইংল্যান্ডের সাকিব মোহাম্মদ, ব্রাড টেইলর ও ডন লরেন্স ২টি করে উইকেট নেন। ১টি উইকেট নেন ম্যাক্স হোল্ডেন।
Editor in Chief
Contact: 017111-66826
National Desk In-charge
ᴍᴅ. ꜱʜᴀꜰɪqᴜʟ ɪꜱʟᴀᴍ ᴀᴢᴀᴅ ᴋʜᴀɴ
Contact: 01712805804
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com